ধর্মের সমালোচনা কেন গুরুত্বপূর্ণ?

image

অনেকেই প্রশ্ন করেন, ধর্মের সমালোচনা করার দরকার কী? আরো কত কিছু আছে, সেগুলো নিয়ে লিখলাম না কেন? শুধু ধর্মবিরোধী লেখা কেন?

উপরের প্রশ্নের সবচেয়ে সহজ সরল উত্তর- আপনি যে তথ্যগুলো বলেছেন সেগুলো নিয়ে আমরা শত শত কথা লিখেছি, কিন্তু সেগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করে না, আপনি শুধু ধর্ম নিয়ে লেখা নিবন্ধগুলোই দেখেন। এর কারণ আপনি ধর্ম নিয়ে একধরনের আচ্ছন্ন!

হ্যাঁ, প্রকৃতপক্ষে আচ্ছন্ন, এবং এই কারণে আপনি আপনার ধর্মীয় চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি অন্যদের উপর এক প্রকার জোর করে চাপিয়ে দিতে চান। এ কারণে আপনাদের কষ্টের কারণে ধর্মে অবিশ্বাসীরা ধর্ম ও ধার্মিকদের সমালোচনা করে সারা বিশ্বে বহুকাল ধরে তা শুরু হয়েছে। আর গত কয়েক বছরে বাংলাদেশেও কিছুটা উত্তেজনা লেগেছে। আর এতে আমি ভুল কিছু দেখি না। বিশ্বের সবকিছুই সমালোচনার মুখে। কোন কিছুই সমালোচনার উর্ধ্বে নয় এবং ধর্মও এর ব্যতিক্রম নয়। তাই আর দশটা জিনিসের মতো ধর্ম নিয়েও সমালোচনা হবে, আলোচনা হবে। আলোচনা-সমালোচনার কারণেই পৃথিবীর অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনাদের মতো ছ্যাঁকা দিয়ে মাঠে নামলে শুধু মানুষ খুন হবে, সমাজে প্রকৃত শান্তি থাকবে না।

বাকস্বাধীনতার কথাও আছে। প্রত্যেকেরই তাদের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে এবং প্রকাশ করার অধিকার রয়েছে, উভয়েরই পূর্ণ অধিকার রয়েছে। এটা জরুরী নয় যে একজন ব্যক্তির মতামত বা তার আদর্শ যা অন্যের কাছে প্রিয় হবে। এক এটা পছন্দ নাও হতে পারে. আর যদি কারো মতামত আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনার উচিত সেগুলো এড়িয়ে গিয়ে আপনার পছন্দের জিনিসগুলো পড়া। কেউ আমার লেখা পড়তে বাধ্য নয়!

আমরা যখন রাস্তায় এমন কাউকে দেখি যাকে আমরা পছন্দ করি না তখন আমরা আসলে কী করি? আমরা কি তার কথা শোনার জন্য পাশে আছি? আমরা কি তাকে হত্যা করব? উত্তর হল না, আমরা তাকে হত্যা করি না। আমরা তাকে এড়িয়ে চলি। কেন আপনি ধর্মের সমালোচকদের একই কাজ করতে পারেন না? আপনি কেন কাউকে তাড়াতে শুরু করেন যদি সে ধর্মের সমালোচনা শুরু করে এবং তাকে হত্যা করার পরিকল্পনা শুরু করে?

আমি বলছি না যে সবাই খুন করতে যায়। কিন্তু বাংলাদেশের ৯৫ শতাংশ মুসলমান নাস্তিক হত্যার খবরে আনন্দ পায়, এক পৈশাচিক আনন্দ! আর এই আনন্দের কারণ কি জানেন? কারণ ধর্ম! কারণ আপনার ইসলাম ধর্ম আপনাকে শিখিয়েছে কিভাবে কাফেরদের হত্যা করতে হয়, নাস্তিকদের হত্যা করার নির্দেশ দিয়েছে! আর এই কারণে আপনি নাস্তিককে মানবজাতির শত্রু, ইসলামের শত্রু বলে বিশ্বাস করেন, তাই তাকে হত্যা করা বৈধ! আবার কোনো মুসলমান লাঞ্ছিত হলে একই মুখে মানবতাবাদের শ্লোগান দিতে থাকেন! তাহলে কি আপনার ভন্ডামির সমালোচনা করা জরুরী নয়?

যেহেতু দেখা যাচ্ছে, সমকামিতাকে ব্যভিচার, মন্দ বা খারাপ হিসাবে বর্ণনা করার পুরো বিষয়টিই কুরআন বলে। আর দ্বীনের কিতাব হলো কুরআন, এটাই ইসলাম।

সমকামিতার পুরো বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা, আবেদন, স্নেহ, ভালোবাসা, ধর্মীয় বিদ্বেষ রয়েছে। ধর্ম শুধু দেখে যে মোহাম্মদ নামের একটি অদ্ভুত প্রাণী তার কাল্পনিক লেখায় যা বলে বা বলে না। আর তার ওপর ভিত্তি করেই জনগণ, ব্যক্তি বা গোষ্ঠীর সিদ্ধান্ত হয়।

ফলে বাংলাদেশের মতো পিছিয়ে পড়া সমাজে সমকামিতার দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ধর্মই যে সবচেয়ে বড় বাধা তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ইসলাম। ইসলামে দ্বৈততাও আছে। একই কোরানে একদিকে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি তার সকল সৃষ্টিকে খুব ভালোবাসেন। যদি মেনে নিতে হয়, তাহলে একমত হবে যে, সমকামীরাও ঈশ্বরের সৃষ্টি। অতএব, আল্লাহ সমকামীদেরও ভালোবাসেন, কারণ তারাও আল্লাহর সৃষ্টি। কিন্তু না! এই কোরানে আবার বলা হয়েছে যে সমকামীরা পাপী। তাদের হত্যা করা জায়েজ! সমকামীদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। তাহলে কি দ্বিদলীয়তা নয়? হয় আল্লাহ এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেননি, না হলে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন না। একই মুখের দুটি শব্দ বেমানান!

ধর্মীয়ভাবে অনুমোদিত অপরাধের বিশাল তালিকার মধ্যে একটি হল অনার কিলিং: একটি পরিবারের সদস্য যারা অসম্মান বয়ে আনে (প্রায় একশ শতাংশ সময় একজন সদস্য, কারণ একজন মানুষ কি কখনও একটি পরিবারের কলঙ্ক হতে পারে! কেউ কি কখনও পুরুষ শব্দটি দেখেছেন? ‘কলঙ্কি’ ব্যবহৃত?) পরিবারের। অন্য সদস্যরা হত্যা করে এবং এর ফলে পরিবারের সম্মান ও সুনাম পুনরুদ্ধার হয়।

পারিবারিক সম্মান পরিবারের সদস্যদের জীবনের চেয়েও বড় – এই কুৎসিত ধারণা পোষণকারী পরিবার-সম্মানকারীরা সবাই ধার্মিক এবং তাদের 90 শতাংশেরও বেশি মুসলমান।

আমি শুধু একটি জিনিস জন্য করুণা বোধ. তুমি শুধু ধার্মিক হয়েছ, কিন্তু মানুষ নও। যে ধর্ম মানবতার বিরুদ্ধে এসব অপরাধ করতে নির্দেশিত হবে, যে ধর্ম ঘৃণা শেখায়, মানুষ হত্যা করতে শেখায়- সেই ধর্মের সমালোচনা করতেই হবে। এটি সমস্ত মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ ধর্মের দুরভিসন্ধি থেকে বেরিয়ে আসতে পারলেই প্রকৃত মানুষ, প্রকৃত মানবতাবাদী হয়ে উঠতে পারবেন।

Share the Post: