হায় বাংলাদেশ, প্রবৃদ্ধি আছে কিন্তু চাকরি নেই!

 

আপনি যদি কৌমি সার্টিফিকেটের সম্মানের সমান মূল্য পান, এতে কার লাভ না ক্ষতি? নাকি আদৌ কিছু হবে? প্রতি বছর ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করে। সাত লাখ চাকরি পায়, ১৫ লাখ বসে থাকে। সরকারি খাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে, কর্মসংস্থান নেই। প্রবৃদ্ধি নেই চাকরি নেই।

এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে প্রথম একশতেও নাম নেই। শতাধিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, হাতে গোনা কয়েকটি ছাড়া মান নেই। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা সচিবালয়ের অফিসে পাইনের চাকরি পায়-এমন এমএ ডিগ্রি দুর্ভাগ্যজনক। এমনকি কেউ কেউ চাকরি নিয়ে বসে আছেন, কিন্তু দেশের মধ্যে স্নাতক ডিগ্রিধারী কাউকে পাচ্ছেন না, তাদের ভারত বা শ্রীলঙ্কা থেকে উচ্চ বেতনে নিয়োগ দিতে হবে। একইভাবে স্নাতক বেকারের সংখ্যা ৪৭ শতাংশ! এখন দাওরা-ই হাদিস এর সাথে যুক্ত হবে।

এখন হাজার হাজার অদৃশ্য ‘আনস্মার্ট’ এমএ পাশ লোক বসে থাকবে যারা শহর থেকে এমএ পাস করা লোকদের ‘একটু ইংরেজি বলতে পারে’। তা হল!

Share the Post: